Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

১. উন্নতজাতের ফল, ফুল, মসলা ও ঔষধী ফসলের চারা কলম উৎপাদন ও বিতরণ

২. কৃষকের মাঝে উদ্যান ফসলের উন্নত প্রযুক্তি সম্প্রসারণ

৩.কৃষি তথ্য প্রযুক্তি উন্নয়ন ও ই-কৃষি তথ্য সেবা সম্প্রসারণ এবং উদ্যান ফসল  চাষীদের নেট ওয়ার্কের আওতায় আনা ও নেটভিত্তিক সুযোগ সুবিধা প্রাপ্তি নিশ্চিতকরন।

৪. পরিবেশ বান্ধব, নিরাপদ ওে টেকসই উৎপাদক্ষম উত্তম উদ্যান ফসল সংশ্লিষ্ট কৃষি কার্যক্রম প্রবর্তন

৫. উদ্যান ফসলের উন্নয়ন ও সম্প্রসারনে মহিলাদের সম্পৃক্তকরণ

৬. উদ্যান ফসল ভিত্তিক কৃষক সংগঠন বা খামারী সংগঠন গঠনে উৎসাহিত করা যাতে সামগ্রিক উদ্যান উন্নয়ন, ব্যবস্থাপনা ও বাজারজাত করন ফলপ্রসু হয়।

৭. তামাক চাষীদের নিয়ে স্বতন্ত্র কার্যক্রম প্রণয়ন এবং তাদের উদ্যান ফসল চাষাবাদে উদ্বোদ্ধকরণ

৮. বনজ বাগান বা কাঠ জাতীয় বাগান সম্প্রসারনের দীর্ঘ সংস্কৃতি থেকে জনগনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে উদ্যান ফসলের সম্প্রসারনে ধাবিত করা।

৯. মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সারের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিকরন

১০. কীটনাশক মুক্ত ফল উৎপাদন ও ব্যাগীং এর মাধ্যমে ফলের সুরক্ষা সহ যুগোপযোগী প্রযুক্তি সমুহ হস্তান্তর