Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

১৯৯৪ ইং সনে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর হতে প্রায় ২ কিঃ মিঃ দুরে সদর ইউনিয়নের দক্ষিণ প্রান্তে নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম ডিগ্রি কলেজের পশ্চিম পার্শ্বে ভূমি অধিগ্রহণ পূর্বক ১৫.০০ (পনের) একর সমতল ও পাহাড়ী টিলা নিয়ে হর্টিকালচার সেন্টারটি স্থাপন করা হয়। সেন্টারটি শুরুর প্রাক্কালে এডিবি’র সহায়তায় দুইজন কর্মকর্তা ও ১৪ জন কর্মচারী নিয়ে উদ্যান উন্নয়ন প্রকল্প শুরু হয়। ১৯৯৯ ইং সালের ৩১ ডিসেম্বর তারিখে উদ্যান উন্নয়ন প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ায় ০১ জানুয়ারী ২০০০ ইং হতে প্রকল্পটি পূনরায় রাজস্ব খাতে স্থানান্তরিত হয়। রাজস্ব খাতে স্থানান্তরের পর হতে  হর্টিকালচার সেন্টারের প্রচুর পরিমানে চারা কলম উৎপাদনের মাধ্যমে নাইক্ষ্যংছড়ি হর্টিকালচার সেন্টারটি মান সম্মত চারা কলম উৎপাদনে যথেষ্ট সুনাম অর্জন করেছে এবং বর্তমানে মাতৃবাগান স্থাপন সহ বিভিন্ন  উন্নয়নমূখী কাজ চলমান।