Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

পাহাড়ী জুম চাষে মাটি ক্ষয় রোধকল্পে স্থায়ী ফল বাগান সৃজন। বসতবাড়ী ফল বাগান উন্নয়নে মহিলাদের সম্পৃক্ত করা । সম্ভাবনাময় ফল চাষীদের নিয়ে এবং তামাক চাষীদের নিয়ে স্বতন্ত্র তালিকা তৈরীকরে তাদেরকে বিভিন্নভাবে ফল বাগান সৃজনে উদ্ভোদ্ধকরা। ফল বাগানীদের সরকারী সকল সাহায্য সহযোগীতা সেবা প্রদানে অগ্রাধিকার দেয়া। উপকরন সহজলভ্য করা। ফল ব্যবস্থাপনা ও কীটনাশক মুক্ত ফল উৎপাদনের তাৎপর্য্ তোলে  ধরা। ফল চাষীদের নিয়ে বা ফল খামারী সংগঠন তৈরী করে তাদের সুযোগ সুবিধা প্রাপ্তি সহজীকরণ করা এবং তাদের ন্যায্য দাবী তুলে ধরা। সর্বোপরী তাদের বাজারজাত করনের জন্য লিংকেজ তৈরী করা। পর্যায়ক্রমে খামারীদের অনলাইন সেবার আওতায় নিয়ে আসা।