Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমুহ

             পুষ্টিহীনতা বাংলাদেশের একটি অন্যতম প্রধান সমস্যা।পাহাড়ী এলাকায় এ সমস্যা আরো প্রকট। অথচ পাহাড়ী এলাকায় অন্যান্য ফসলের চেয়ে ফল বাগান চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং ফল বাগান সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণ সহ ফল রপ্তানীতে উল্লেখযোগ্য ভুমিকা রাখতে পারে।এই সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে ১৯৯৩ সনে ২১ একর সমতল,টিলা ও পাহাড়ী এলাকা নিয়ে প্রতিষ্ঠিত হয় নাইক্ষ্যংছড়ি হর্টিকালচার সেন্টারটি। সেন্টারটি ফল,ফুল,মসলা ও ঔষধী ফসলের নির্বাচিত উন্নতমানের চারা কলম উৎপাদন ও ‍বিতরণ করে আসছে। বিগত তিন বছরে ১০৭৩২৪ টি ফলজ চার /কলম, ২৬৫৩৪ টি ফুলের চারা কলম, ৮৭৫৬ টি মসলা চারা , ২৩২১২ টি সবজী চারা এবং ১২৩৪৩ টি ঔষধী ও ন্যান্য চারা উৎপাদন ও বিতরণ করেছে।